আ্যস্ট্রাজেনেকার ৬ লাখ ডোজ সন্ধ্যায় পৌঁছবে ঢাকায় – Newsroom bd24.
ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১

আ্যস্ট্রাজেনেকার ৬ লাখ ডোজ সন্ধ্যায় পৌঁছবে ঢাকায়

তাসকিয়া তাবাস্সুম ( ডেস্ক নিউজ)
আগস্ট ২৮, ২০২১ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

আ্যস্ট্রাজেনেকার ৬ লাখ ডোজ সন্ধ্যায় পৌঁছবে ঢাকায়।

 

জাপান সরকার কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশেকে আ্যস্ট্রাজেনেকা টিকার আরও ৬ লাখ ৩৪ হাজার ৯ শ’ ডোজ পাঠিয়েছে। টিকাগুলো আজ সন্ধ্যায় দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

গতকাল শুক্রবার (২৭ আগস্ট) নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট টোকিও থেকে আ্যস্ট্রাজেনেকার টিকাগুলো নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা করে। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ নারিতা।

আজ, শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো এসে পৌঁছাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল তাঁর ফেসবুকে পোস্টে জানিয়েছিলেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার আপাতত শেষ অংশ ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

 

নতুন করে পাঠানো টিকাসহ জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় মোট ৩০ লাখেরও বেশি টিকা পেলো বাংলাদেশ।

 

  • নিউজরুম বিডি২৪।