পা পিছলে নালায় পড়ে নিখোঁজ পথচারী ছালেহ আহমেদ (৫০) এর প্রায় ১৮ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি।
তাকে উদ্ধারে বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর ৬টা থেকে আবারও তল্লাশিতে নেমেছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টায় পাঁচলাইশ থানাধীন মুরাদপুর পুলিশ বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টির পানির তীব্র স্রোতে নালায় পড়ে ছালেহ আহমেদ (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ভোর ৬টা থেকে ফায়ার সার্ভিস আবারও কাজ শুরু করেছে। আশপাশে কয়েকশ মিটার পর্যন্ত এলাকায় তল্লাশি চালানো হয়েছে।
নালায় উদ্ধার অভিযান চালাতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। নালা ময়লা আবর্জনায় ভর্তি। এছাড়া বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। অনেক জায়গায় আবার নালা সংকীর্ণ অবস্থায় রয়েছে। ফলে সব জায়গায় সমানভাবে তল্লাশি চালানো যাচ্ছে না। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ৩ সদস্যের একটি ডুবুরি দল এবং বেশ কয়েকজনের উদ্ধারকারী দল কাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ সালেহ আহমেদ ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।
- নিউজরুম বিডি২৪।