প্রশাসনের সহায়তায় পাচারকারী হতে রক্ষা পেল সাগরিকা। – Newsroom bd24.
ঢাকাবুধবার , ২৫ আগস্ট ২০২১

প্রশাসনের সহায়তায় পাচারকারী হতে রক্ষা পেল সাগরিকা।

মোঃএনামুল হক (নড়াইল জেলা প্রতিনিধি)
আগস্ট ২৫, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

লোহাগড়া উপজেলায় শ্রীবাস কুমার বিশ্বাস এর মেয়ে সাগরিকা ভারতে পাচারের হাত থেকে রক্ষা করলো পুলিশ।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় দিঘলিয়া গ্রামের শ্রীবাস কুমার এর মেয়ে সাগরিকা কে ভারত পাচারের শিকার হয়েছিলো।তবে প্রশাসনের নজরদারীর কারনে ব্যর্থ হয় তারা। পাচারকারীদের পরিচয় পাওয়া যায়নি।

তবে মেয়ে সাগরিকা রক্ষা পেয়েছে প্রশাসনের কারনে। আজ সাগরিকাকে উদ্ধার করে পুলিশ তার পরিবারের নিকট হস্তান্তর করেন।আইনি প্রক্রিয়া সম্পুর্ন করে পরিবারের জিম্মাদারে দেওয়া হয়।

এলাকাবাসীর সকলেই প্রশাসনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসআই মাহফুজ সাহেবকে মেয়ে পক্ষ হতে ধন্যবাদ জানিয়েছেন।

মেয়ের অভিভাবক বলেন শুরু থেকে এ মেয়েকে উদ্ধার সহায়তা করেছেন লোহাগড়া থানার অফিসাররা এবং তিনি মামলা দাখিল করেন অবশেষে মেয়েটিকে ফিরিয়ে পেলেন।

লোহাগড়া থানার ওসি তদন্ত অফিসার, সাক্ষী দিয়ে মামলার দ্বায়িত্ব নিয়ে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।

 

   
%d bloggers like this: