লোহাগড়ার ইছাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১

লোহাগড়ার ইছাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা

মোঃএনামুল হক (নড়াইল জেলা প্রতিনিধি)
আগস্ট ২৪, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

 

লোহাগড়ার ইতনা ইউনিয়নে পার ইছাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা

 

নড়াইল জেলায় লোহাগড়া উপজেলাধীন ইতনা ইউনিয়নের পার ইছাখালী গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয় বহু পুরনো এবং অত্র এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়।

সংস্কারের অভাবে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে জরাজীর্ণ রূপ ধারণ করেছে।প্রতিবছর বর্ষা মৌসুমে পানির নীচে তলিয়ে যায় স্কুল প্রাঙ্গন। রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্কুলটি।

এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম বলেন, প্রতি বছরেই প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়তে হচ্ছে। বর্ষা মৌসুমে স্কুল প্রাঙ্গণ ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘদিন,  জুলাই- আগষ্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত  পানির নিচে তলিয়ে থাকে স্কুল প্রাঙ্গন।

তিন মাস বর্ষা মৌসুমে স্কুলটিতে যাতায়াতের কোন নৌযানের ব্যবস্থা নাই। শিক্ষক ও শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে বিদ্যালয়ে আসতে হয়।

এই দুর্ভোগের থেকে অবসান বা পরিত্রাণের জন্য জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাগনের সদয় দৃষ্টি আকর্ষন কামনা করেছেন। অন্যথায় শিশুদের শিক্ষারমান উন্নয়ন এবং তাদের বিদ্যালয়ে ধরে রাখা দূষ্কর হয়ে পড়েছে।

 

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: