গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১১৭ – Newsroom bd24.
ঢাকাসোমবার , ২৩ আগস্ট ২০২১

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১১৭

মামুন উর রশীদ(নিজস্ব প্রতিবেদক)
আগস্ট ২৩, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

 

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু।  এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৩৯৯ জনের।মৃত ১১৭ জনের মধ্যে পুরুষ ৫৩ জন ও ৬৪ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

 

 

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৭ হাজার ৩১৭টি।নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৭১৭ জন।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন।শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

 

 

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৯৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। সুস্থতার হার ৯৩ শতাংশ ৫৪ শতাংশ।

 

২৪ ঘণ্টায় মৃত ১১৭ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে এক জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে নয় জন এবং ময়মনসিংহ বিভাগে চার জন।

 

মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯৭ জন,বেসরকারি হাসপাতালে ১৭ জন এবং বাড়িতে তিন জন মারা যান।

 

আজ সোমবার ২৩ শে আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

  • নিউজরুম বিডি২৪।

 

 

   
%d bloggers like this: