বরিশালের কাউন্সিলর মান্না ঢাকায় গ্র‌েফতার। – Newsroom bd24.
ঢাকাশনিবার , ২১ আগস্ট ২০২১

বরিশালের কাউন্সিলর মান্না ঢাকায় গ্র‌েফতার।

নিউজরুম বিডি২৪
আগস্ট ২১, ২০২১ ২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

ব‌রিশা‌লে পু‌লিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী‌দের সংঘ‌র্ষের ঘটনায় পু‌লি‌শের দা‌য়ের করা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামী ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ২১নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ও ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক শেখ সাঈদ আহ‌ম্মেদ মান্না‌কে রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মস‌জিদ এলাকার বো‌নের বাসা থে‌কে প্রশাস‌নের লোক প‌রিচ‌য়ে সাদা পোষাকধারীরা নি‌য়ে গে‌ছে। মান্নার বোন বিষয়টি নিশ্চিৎ করেছেন ।

বিস্তারিত আসছে….

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: