নড়াইল কালিয়ায় উপজেলায় ডাবল মামলার আসামী গ্রেফতার। – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ২০ আগস্ট ২০২১

নড়াইল কালিয়ায় উপজেলায় ডাবল মামলার আসামী গ্রেফতার।

মোঃএনামুল হক (নড়াইল জেলা প্রতিনিধি)
আগস্ট ২০, ২০২১ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

 

নড়াইল কালিয়ায় উপজেলায় ডাবল মামলার আসামী গ্রেফতার।

 

নড়াইল জেলার কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাবল মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ জামির শেখ কে পার্শ্ববর্তী জেলা যশোরের অভয়নগর থানার বাশুয়াড়ী পুলিশ ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত আসামি নড়াইল জেলার কালিয়া উপজেলার আমতলা গ্রামের মরফুদুল শেখের ছেলে এবং সি আর ৬৮১২ ও ৪৬৬ মামলার আসামী।

কালিয়া থানা সূত্রে আসামী জামির শেখ দীর্ঘদিন যাবত দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হওয়ার কারণে পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর থানাধীন বাশুয়ারী ক্যাম্প এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০আগস্ট) সকালে কালিয়া থানার এ এস আই সায়েম এর নেতৃত্বে কনস্টেবল পার্থ, মেহেদী, সোহেলসহ একটি দল অভিযান চালিয়ে আসামী জামির শেখকে গ্রেফতার করে।

গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশনায় আসামী জামির শেখকে অভয়নগর থানার বাশুয়ারী ক্যাম্প এলাকা থেকে আটক করা হয়েছে।
আসামীকে নড়াইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: