গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৯ জন। – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৯ জন।

তাসকিয়া তাবাস্সুম। (ডেস্ক ঢাকা)।
আগস্ট ১৯, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫৯ জন। এনিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট মারা গেলেন ২৪ হাজার ৮৭৮ জন।শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৭২ শতাংশ।

২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ২২৭টি।গত যার মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ছয় হাজার ৫৬৬ জন। তাদের নিয়ে  সরকারি হিসেবে দেশে এখনও পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় করোনাতে মারা যাওয়া ১৫৯ জনের মধ্যে পুরুষ ৭৬ জন, আর নারী ৮৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৬ হাজার ৩১৯ জন, আর নারী মারা গেলেন ৮ হাজার ৫৫৯ জন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫০ জন, চট্টগ্রাম বিভাগের ৩৮ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ১২ জন, বরিশাল বিভাগের ১০ জন, সিলেট বিভাগের ২৩ জন, রংপুর বিভাগের ৮জন, আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ৫ জন।
মারা যাওয়া ১৫৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১২৯ জন, বেসরকারি হাসপাতালের মারা গেছেন ২৬ জন, আর বাড়িতে মারা গেছেন ৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে  সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নিউজরুম বিডি২৪।