নড়াইলের লোহাগড়ায় শত্রুতার জেরে একজন বৃক্ষ প্রেমিকের গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা ।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই বৃক্ষ প্রেমিক থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের মনি মিয়া শেখের প্রায় ১৫ শতক জমির ওপর সেগুন বাগান রয়েছে।
গত বুধবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঐ বাগানের প্রায় ৪০টি সেগুন গাছ কেটে ফেলে। বৃহস্পতিবার ভোরে বাগানের মালিক মনি মিয়া বাগান পরিচর্যা করতে গিয়ে দেখেন গাছগুলো কেটে ফেলা হয়েছে।
এ ঘটনায় তিনি ১৯ আগস্ট ২০২১ রোজ বৃহস্পতিবার দুপুরেই লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন। লোহাগড়া থানার এস আই লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজরুম বিডি২৪।