পদ্মায় নতুন রুটে ফেরি চলাচল শুরু। – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১

পদ্মায় নতুন রুটে ফেরি চলাচল শুরু।

মামুন অর রশিদ (ঢাকা )
আগস্ট ১৯, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

 

পদ্মায় নতুন রুটে ফেরি চলাচল শুরু।

 

পদ্মা সেতুর পিলারে ফেরির বারবার ধাক্কা লাগার কারনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে এবার নতুন পথ দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে।

এতে ফেরি চলাচল সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিউজরুম বিডি২৪ কে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি মাওয়া (মেরিন) অফিসার মো. আহাম্মদ আলী।

তিনি বলেন, ফেরি চলাচলের নতুন রুট অর্থাৎ পদ্মা সেতুর ১১, ১২, ১৩ ও ১৪ পিলারের নিচে দিয়ে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া আসবে, টার্গেট থাকবে ১২ ও ১৩ নম্বর পিলার।

এবং শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যাবে ৪, ৫, ৬ ও ৭ নম্বর পিলারের নিচ দিয়ে। এই পথে গতকাল বুধবার পুরোপুরি ফেরি চলাচল শুরু হয়েছে।

নতুন এ পথ দিয়ে বয়া লাগানোর কাজ শেষ হওয়ার পরই ফেরি চলাচল শুরু হয়। স্রোতে ফেরিগুলোকে বয়া ধরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সীমিত আকারে ফেরি চলাচল করছে।

উভয় পাড়ে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা কোন ফেরি কয়টায় ছাড়লো, কখন পৌঁছালো এবং চালক কে ছিল- সার্বিক বিষয় ডাটা বেইজের মাধ্যমে মনিটরিং করছেন। এর আগে এ রুটের ফেরি পদ্মা সেতুর ৯, ১০, ১১ ও ১২ নম্বর পিলারে নিচ দিয়ে চলাচল করছিল।

 

নিউজরুম বিডি২৪। 

 

 

 

   
%d bloggers like this: