ই-অরেন্জের মালিক কে গ্রেফতারের নির্দেশ। – Newsroom bd24.
ঢাকাবুধবার , ১৮ আগস্ট ২০২১

ই-অরেন্জের মালিক কে গ্রেফতারের নির্দেশ।

মামুন অর রশিদ (ডেস্ক ঢাকা)
আগস্ট ১৮, ২০২১ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

ই-অরেন্জের মালিক কে গ্রেফতারের নির্দেশ  সিএমএম আদালতের।

 

ই–কমার্স প্রতিষ্ঠানের, ই-অরেন্জ এক লাখ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় প্রতিষ্ঠানের দুই মালিক সোনিয়া মেহজাবিন ও তাঁর স্বামী মাসুকুর রহমান আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার এই আদেশ দেন।

ই–অরেঞ্জ নামের একটি প্রতিষ্ঠানের ১ লাখ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনিয়া মেহজাবিন, তাঁর স্বামী মাসুকুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন তাহেরুল ইসলাম নামের একজন গ্রাহক।

ই -অরেন্জ প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন যাবৎ গ্রাহকদের কাছে লোভনিয় মুল্যে তাদের পণ্য বিক্রয়ের অফার দিয়ে আসছিল এবং তাতে গ্রাহক রা অগ্রিম মূল্য বাবদ এই টাকা প্রদান করে।

ই-কমার্স প্রতিষ্ঠানটি পরবর্তীতে গ্রাহকদের পণ্য সরবরাহ করতে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে লকডাউন এর অজুহাতে তারা তাদের অফিস কার্যক্রম বন্ধ করে দেয়। ও মলিক পক্ষ গা ঢাকা দেয়।

এতে গ্রাহকরা উত্তেজিত হয়ে গত সোমবার ১৬ ই আগস্ট তাদের গুলশান কার্যালয় ঘেরাও করে, এবং এক গ্রাহকের মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে গ্রেফতারের আদেশ দেওয়া হয়।

 

নিউজরুম বিডি২৪।