করোনার গত ২৪ ঘন্টায় প্রাণ গেলো  ১৭২ জনের। – Newsroom bd24.
ঢাকাবুধবার , ১৮ আগস্ট ২০২১

করোনার গত ২৪ ঘন্টায় প্রাণ গেলো  ১৭২ জনের।

মামুন উর রশীদ(নিজস্ব প্রতিবেদক)
আগস্ট ১৮, ২০২১ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৭২ জন এবং রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন।

 

এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের এবং শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন।

 

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং নারী ৭৮ জন। এখন পর্যন্ত পুরুষ ১৬ হাজার ২৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৪৭৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

 

২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ১৪টি। যার মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন ।২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬৭ জন, চট্টগ্রামে ৪৭ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১৬ জন, বরিশালে ৫ জন, সিলেটে ১৫ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন, বেসরকারি হাসপাতালে ৪২ জন এবং বাসায় ৩ জন।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন।গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১১ শতাংশ ।

 

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

 

 

 

   
%d bloggers like this: