মাধবপুরে ৩৮৭ কেজি পোনা অবমুক্ত। – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১

মাধবপুরে ৩৮৭ কেজি পোনা অবমুক্ত।

লিটন পাঠান, সিলেট প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

 

মাধবপুরে ৩৮৭ কেজি পোনা অবমুক্ত।

হবিগঞ্জের মাধবপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাধবপুরে বিভিন্ন স্থানে ৩৮৭ কেজি বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭-আগষ্ট) সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর উপস্থিতিতে মাধবপুর উপজেলার অদূরে বুল্লা ইউনিয়নের খাষ্ট্রি নদীতে ২৮৭ কেজি পোনা অবমুক্ত করা হয়।

 

এছাড়া উপজেলা পরিষদের পুকুরে ৫০কেজি উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে পুকুরে ৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক বলেন, সমাজের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহতী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

 

উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, মাছ দেশের সম্পদ। মৎস্যশিল্পকেে রক্ষা করতেই সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। এ সময় তিনি সকল জেলে সম্প্রদায়কে পোনা মাছ নিধন থেকে বিরত থাকার আহ্বান জানান।

 

মৎস পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহিউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা চুনারুঘাট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তাসহ প্রমুখ।