রিমান্ড আবেদন বাতিল করে পরীমনিকে কারাগারে প্রেরণ। – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ১৩ আগস্ট ২০২১

রিমান্ড আবেদন বাতিল করে পরীমনিকে কারাগারে প্রেরণ।

মামুন অর রশিদ (ঢাকা )
আগস্ট ১৩, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

রিমান্ড আবেদন বাতিল করে পরীমনিকে কারাগারে প্রেরণ।

 

আলোচিত চিত্রনায়িকা পরীমনির সামাজিক অবস্থান বিবেচনায় কারাগারে ডিভিশন চাওয়া হয়েছে। তার পক্ষে আইনজীবী মজিবুর রহমান এই আবেদন করেন।

দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে শুক্রবার (১৩ আগস্ট) কারাগারে পাঠানো হয়েছে।

তার পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
জামিনের আবেদন নামঞ্জুর হলে তার আইনজীবী বলেন, পরীমনি একজন আন্তর্জাতিক মানের নায়িকা।

ফোবর্স ম্যাগাজিনে তার নাম এসেছে। সামাজিক অবস্থান বিবেচনায় কারাগারে তার পক্ষে ডিভিশনের আবেদন জানাচ্ছি।

রাষ্ট্রপক্ষে আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, ডিভিশনের বিষয়টি কারাবিধিতে আছে, কারা কর্তৃপক্ষ তা দেখবে।
তখন বিচারক আইনজীবীর কাছে ডিভিশনের বিধান জানতে চান।

পরীমনির আইনজীবী সামাজিক অবস্থানের ভিত্তিতে ডিভিশন দিতে পারেন বলে জানান। শুনানি শেষে বিচারক আবেদনের বিষয়ে নথি পর্যালোচনায় আদেশের জন্য রাখেন।

 

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: