গত ২৪ ঘন্টায় দেশে করোনায়২৩৭ জনের মৃত্যু।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ২৩৭ জনের মৃত্যু।শনাক্ত ১০ হাজার ৪২০জন।এনিয়ে করোনায় মোট প্রাণ গেল ২৩ হাজার ৩৯৮ জনের।মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ।
২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০জনের। এখন পর্যন্ত মোট শনাক্ত ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২জন।
একদিনে শনাক্তের বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।
২৪ ঘন্টায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। নতুন সুস্থ ১৩ হাজার ৩১৩ জনসহ করোনা আক্রান্ত থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ শতাংশ।
করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ১০৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫৪ জন।
২৪ ঘন্টায় মৃত ২৩৭ জনের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং ১০৩ জন নারী।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিউজরুম বিডি২৪।