চীনের সিনোফার্মের ১৭ লাখ টিকার ডোজ আজ আসছে বাংলাদেশে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টিকার চালানটি এসে পৌঁছাবে।
বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান আজ মঙ্গলবার (১০আগস্ট) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন,
বেইজিং থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা করেছে।এই ফ্লাইটে ১৭ লাখ সিনোফার্মের টিকার ডোজ আসছে বাংলাদেশে।
চীন এবং বাংলাদেশ শিগগিরই টিকার যৌথ উৎপাদনে যাবে এ বিষয়ে তার ভিডিও বার্তায় উল্লেখ করেন তিনি।