বাজার থেকে ২৬ শত কোটি টাকা তুলে নিল বাংলাদেশ ব্যাংক। – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১

বাজার থেকে ২৬ শত কোটি টাকা তুলে নিল বাংলাদেশ ব্যাংক।

মামুন অর রশিদ (ডেস্ক ঢাকা)
আগস্ট ১০, ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

বাজার থেকে ২৬ শত কোটি টাকা তুলে নিল বাংলাদেশ ব্যাংক।

 

বাজারে তারল্য বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি ঠেকাতে আড়াই বছর পর ডাকা প্রথম নিলামে বাজার থেকে ২ হাজার ৬০৫ কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১ শতাংশের কম সুদে ৭ দিন ও ১৪দিন মেয়াদী বিলের প্রথম নিলামে প্রায় ৬হাজার কোটি টাকা জমা দেওয়ার আবেদন করে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ২ হাজার ৬০৫ কোটি টাকা তুলতে পেরেছে।
কেন্দ্রীয় ব্যাংক সুত্রে জানা গেছে, ৭ দিন মেয়াদী প্রথম নিলামে বার্ষিক শুন্য দশমিক ৫৪ শতাংশ সুদে ১ হাজার ৫০৫ কোটি টাকা তোলা হয়েছে।

এবং ১৪ দিন মেয়াদী নিলামে শুন্য দশমিক ৭৫শতাংশ সুদে তোলা হয়েছে ১ হাজার ১শ কোটি টাকা। ৩০ দিন মেয়াদী নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১১ আগস্ট।

এর আগে ২০১৯ সালের ২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হয়। ওই দিন শুন্য দশমিক ২ শতাংশ সুদে সাতদিন মেয়াদী নিলামে ১৫০ কোটি টাকা তুলতে পেরেছিল বাংলাদেশ ব্যাংক।

দীর্ঘদিন নিলাম বন্ধ থাকলেও বাজারে তারল্য বেড়ে যাওয়ায় ৫ আগস্ট ব্যাংকগুলোকে চিঠি দিয়ে নিলামের মাধ্যমে টাকার তোলার বিষয়টি জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

দেশে সাধারণত মুদ্রাস্ফীতি বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার জন্য বিভিন্ন সময়ে নিয়ম বাস্তবায়ন করে থাকে।

 

নিউজরুম বিডি২৪। 

 

 

   
%d bloggers like this: