লকডাউনে বিপর্যস্ত অর্ধশত পরিবারের পাশে "ফ্রেন্ডস জোন সোসাইটি" – Newsroom bd24.
ঢাকাসোমবার , ৯ আগস্ট ২০২১

লকডাউনে বিপর্যস্ত অর্ধশত পরিবারের পাশে “ফ্রেন্ডস জোন সোসাইটি”

চয়ন ঘোষ, (চাঁদপুর প্রতিনিধি)
আগস্ট ৯, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

লকডাউনে বিপর্যস্ত অর্ধশত পরিবারের পাশে “ফ্রেন্ডস জোন সোসাইটি”

“উৎসর্গে উদ্ভাসিত হোক মনুষ্যত্ব”এই শ্লোগানকে ধারণ করে মতলব দক্ষিণ উপজেলার কলেজপড়ুয়া কিছু শিক্ষার্থীর ঐকান্তিক প্রচেষ্টায় লকডাউনে বিপর্যস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

গতকাল ৮ আগস্ট (রবিবার) ফ্রেন্ডস জোন সোসাইটির ক্ষুদ্র প্রচেষ্টায় প্রথম বারের মতো নাম, ঠিকানা ও পরিচয় গোপন রেখে লক-ডাউনে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফ্রেন্ডস সোসাইটির সদস্য ফয়সাল জানান, বর্তমান লকডাউনে বিপর্যস্ত পরিবার গুলোর পাশে দাঁড়াতে পেরে আমারা আনন্দিত। যারা আমাদের অর্থ,শ্রম,বুদ্ধি ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন এবং দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন থাকলে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

 

 

আশা করছি মহান আল্লাহ তায়ালা আমাদের এই পরিশ্রম কবুল করবেন। ভবিষ্যতেও ফ্রেন্ডস জোন সোসাইটি’র প্রতিটি মানবিক ও শিক্ষামূলক কাজে আপনাদের এই সহযোগীতা বিদ্যমান থাকবে।

এসময় ফ্রেন্ডস জোন সোসাইটির অন্যান্য পরিশ্রমী সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নিউজরুম বিডি২৪।