টি-টোয়েন্টিতে সাকিবের বিশ্ব রেকর্ড।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে ১০০ উইকেট ও ব্যাট হাতে ১০০০+ রান করার বিশ্বরেকর্ড গড়লেন সাকিব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শেষ টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন সাকিব।
অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের শুরুতে এই মাইলফলক থেকে ৫ উইকেট দূরে ছিলেন সাকিব।
আগের চার ম্যাচে ৩ উইকেট নেয়া সাকিব আজ শেষ ম্যাচে ২ উইকেটের সাথেই টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারিদের তালিকায় নাম লেখালেন। হলেন এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান করা ও ১০০ উইকেট শিকারি প্রথম ক্রিকেটার।
এরই সাথে বিশ্বের দ্বিতীয় বোলান হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন সাকিব। সাকিবের আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে ১০০ উইকেটে মালিক ছিলেন শুধু শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।
সাবেক এই পেসারের ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট। তবে সাকিবের রেকর্ডটি হলো অলরাউন্ডিং নৈপুণ্যের। সূত্র -sports-world.
নিউজরুম বিডি২৪।