লোহাগড়া উপজেলা আরজেএফ এর ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) কমিটির অনুমোদন হয় । নড়াইল আরজেএফ জেলা কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ আলম খান সজল এবং সাধারন সম্পাদক স্বপন কুমার দাস অনুমোদনে স্বাক্ষর করেন।
উপস্থিত ছিলেন জেলা কমিটির দপ্তর সম্পাদকঃ এস কে সুজায়,মহিলা বিষয়ক সম্পাদকঃ সোহানা পারভীন জনি,সাধারন পরিষদ সদস্য মোঃ আবু তাহের, মোঃ রাজু খান।
লোহাগড়া উপজেলা আরজেএফ নতুন এই কমিটির সভাপতি মোঃ এনামুল হক । সাঃসম্পাদক মোঃ ইমরুল হাসান। সহ সভাপতিঃ কাজী ছিদ্দিকুর রহমান। সহ সাঃ সম্পাদকঃ মোঃ মিলন মোল্যা। সাংগঠনিক সম্পাদকঃ মোঃ শাহীনুল আলম। সহ সাংঠনিক সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী। প্রচার সম্পাদকঃ রহমাত-ই-খোদা। কোষাধ্যক্ষঃ মোঃ এনামুল ইসলাম। মহিলা বিষয়ক সম্পাদকঃ সাথী বেগম।
অদ্য ৮/৮/২০২১ ইং তারিখ রোজ রবিবার আরজেএফ জেলা কমিটির সভাপতি এবং সাঃসম্পাদক পরবর্তী ২ বছরের জন্য কমিটির অনুমোদন দেন।
লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) অনুমোদিত কমিটির সদস্য রা নড়াইল জেলার সভাপতি এবং সাধারন সম্পাদক কে ধন্যবাদ সহ অভিনন্দন জানান।
সত্যের পথে পথচলা এবং অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে। এটাই হোক সাংবাদিকতার মূলমন্ত্র । সকলের প্রত্যাশা, শুভ হোক যাত্রাপথ, এই কামনায়।
নিউজরুম বিডি২৪।