ব্যারিস্টার সুমনকে যুবলীগ হতে অব্যাহতি। – Newsroom bd24.
ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১

ব্যারিস্টার সুমনকে যুবলীগ হতে অব্যাহতি।

তাসকিয়া তাবাস্সুম। (ডেস্ক ঢাকা)।
আগস্ট ৮, ২০২১ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

ব্যারিস্টার সুমনকে যুবলীগ হতে অব্যাহতি।

 

আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় এবং সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, গত বছরের ১৪ নভেম্বর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় । ওই কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

 

তিনি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর হিসেব দায়িত্ব পালন করেন তিনি। সম্প্রতি তাঁর নামে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে।

 

 

 

 

   
%d bloggers like this: