এসএমএস না পেয়ে টিকা কেন্দ্রে যাবেন না। – Newsroom bd24.
ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১

এসএমএস না পেয়ে টিকা কেন্দ্রে যাবেন না।

মামুন অর রশিদ (ডেস্ক ঢাকা)
আগস্ট ৮, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

এসএমএস না পেয়ে টিকা কেন্দ্রে যাবেন না।

 

করোনাভাইরাস সংক্রমন রোধে দেশে চলছে
গণ টিকাদান কার্যক্রম। এই প্রকল্পের আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও চলছে টিকাদান কর্মসূচি।

 

চাপ বাড়ছে নিবন্ধন প্রক্রিয়ায়। নিবন্ধনের পর বিষয়টিকে নিশ্চিত করে একটি এসএমএস পাঠানো হয়। অনেকেই দুই-তিনদিন, এমনকি এক সপ্তাহেও সেই এসএমএস পাননি। না পেয়ে ভিড় করছেন টিকাকেন্দ্রে ।

 

 

ফলে বিষয়টি না জেনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকা না নিয়ে অনেককেই কেন্দ্র ত্যাগ করতে হচ্ছে।

 

এ নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণের বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, এসএমএস না পেলে কেউ টিকাকেন্দ্রে যাবেন না।

 

আজ রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য এ কথা বলেন ডা. নাজমুল হাসান। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের টিকাকেন্দ্রগুলোতে অনেক ভিড় হচ্ছে। নিবন্ধন করেছেন, কিন্তু চূড়ান্ত এসএমএস পাননি, এমন অসংখ্য মানুষ কেন্দ্রে গিয়ে ভিড় করছেন।

 

ফলে টিকাকেন্দ্র থেকেই সংক্রমণ ছড়ানোর শঙ্কা রয়েছে।
তাই নিবন্ধন করেছেন কিন্তু চূড়ান্ত মেসেজ পাননি এ ধরনের লোকজনদেরকে টিকাকেন্দ্রে না আসার জন্য আহবান করেন তিনি। শুধুমাত্র যারা মেসেজ পেয়েছেন তাদেরকেই আসার জন্য অনুরোধ করেন তিনি।

 

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: