চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ৩-১ ব্যবধান আনলো অজিরা। – Newsroom bd24.
ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১

চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ৩-১ ব্যবধান আনলো অজিরা।

তাসকিয়া তাবাস্সুম। (ডেস্ক ঢাকা)।
আগস্ট ৭, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচ পরাজিত হলো স্বাগতিক দল। বাংলাদেশের দেওয়া ১০৫ রানের টার্গেটের বিপরীতে ৭ উইকেট হারিয়ে ৬ বল অক্ষত রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।

 

খেলার শুরুতে, টস জিতে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর বড় সংগ্রহের আশা শেষ হয়ে আসে স্বাগতিকদের।

 

টাইগারদের পক্ষে নাঈম শেখ সর্বোচ্চ ২৮ রান করেন এবং মাহেদী হাসানের সংগ্রহে আসে ২৩ রান । ক্রমান্বয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান।

ছোট রানের তাড়ায় ব্যাট করতে নেমে শুরুর দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। ৬৫ রানে অজিদের ৬ উইকেট হাতে তুলে নিয়ে চমৎকার সমতা আনে টাইগাররা ।

 

তবে শেষ রক্ষা হয়নি।নিজেদের রানের স্কোর কম থাকায় সিরিজে প্রথমবার হার মিলে স্বাগতিক দলের।

 

সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ৩-১ ব্যবধান করল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ সোমবার সন্ধ্যায় মিরপুর ভেন্যুতে অনুষ্ঠিত হবে।অপেক্ষা টাইগারদের জয়ের।

 

 

 

 

   
%d bloggers like this: