করোনায় একদিনে ২য় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু। – Newsroom bd24.
ঢাকাশনিবার , ৭ আগস্ট ২০২১

করোনায় একদিনে ২য় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু।

তাসকিয়া তাবাস্সুম। (ডেস্ক ঢাকা)।
আগস্ট ৭, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

 

 

করোনায় একদিনে ২য় সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু।

 

সারা দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৬১ জনের মৃত্যু। যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।

নতুন আাক্রান্ত শনাক্ত ৮ হাজার ১৩৬ জন।

 

২৪ ঘন্টায় মৃত ২৬১ জনসহ দেশে করোনাতে এখন পর্যন্ত মোট ২২ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার ১ দশমিক ৬৭ শতাংশ।
২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৭১৪ টি। যার মধ্যে আাক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৩৬ জন। দেশে মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন। শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ ।

 

নতুন করে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘন্টায় মৃতদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ১০১ জন, এছাড়াও চট্টগ্রামে ৬২ জন এবং খুলনা বিভাগে ৪৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

 

করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর সংখ্যায় আজ দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জনের প্রাণ গেল। এর আগে গত ৫ আগস্ট ২৬৪ জনের মৃত্যু হয় করোনা আাক্রান্ত হয়ে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে এটি সর্বোচ্চ।

 

 

 

 

   
%d bloggers like this: