আর্তনাদ _ সৈয়দা মিফতাহুল জান্নাত (রুপন্তী)   – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১

আর্তনাদ _ সৈয়দা মিফতাহুল জান্নাত (রুপন্তী)  

নিউজরুম বিডি২৪
আগস্ট ৬, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

 

 

আর্তনাদ

সৈয়দা মিফতাহুল জান্নাত (রুপন্তী)

 

লকডাউন আর করোনায়
বাহিরে ই যাওয়া দায়

নিয়মিত ক্লাস গুলো,
সবকিছু এলোমেলো
নিত্য নিয়ম ভেঙে গেল

ভাল লাগেনা কিছু
পড়া করা হয় না,
লেখালেখি হয় না
স্কুলড্রেস গুলো আর পড়া হয়না।

 

টিফিন টাইমে চটপটি
ফুচকা আর ভেলপুরি ,

মামাদের হাকডাক
আর শোনা যায় না।

মাফ করে দাও না আল্লাহ
মাফ করে দাও না,

 

সবকিছু খুলে দিয়ে
আগের মত করে
আমাদের ফিরে যেতে দাও না।

 

 

 

অঙ্কনে/কবিতায়_

সৈয়দা মিফতাহুল জান্নাত (রুপন্তী)

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

শ্রেণী- সপ্তম, মিরপুর, ঢাকা।

 

 

 

   
%d bloggers like this: