মাধবপুরে গণটিকা কার্যক্রম সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন। – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১

মাধবপুরে গণটিকা কার্যক্রম সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন।

লিটন পাঠান ( সিলেট প্রতিনিধি )
আগস্ট ৬, ২০২১ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

 

মাধবপুরে পরীক্ষামূলক গণটিকা কার্যক্রম সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন।

 

হবিগঞ্জের মাধবপুরেও সারা দেশের ন্যায় গনটিকা ক্যাম্পেইন উপজেলায় অনুষ্ঠিত হবে,মাধবপুর পৌরসভার ৩টি ওয়ার্ড ও ১১টি ইউনিয়নে ৩৩টি মোট ৩৬ টি কেন্দ্রে শুরু হচ্ছে করোনার গণটিকাদান কার্যক্রম।

 

আগামী ৭ আগস্ট থএ কার্যক্রম চলবে একই সাথে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কার্যক্রম চালু থাকবে। ইতোমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, উপজেলার ১১টি ইউনিয়নে এবং মাধবপুর পৌরসভার ৩টি ওয়ার্ডে মোট ৩৬টি টিকাদান কেন্দ্রে মোট ৩৬টি বুথে এ কার্যক্রম চলবে প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্স একটি করে কেন্দ্র ১টি বুথ থাকবে ১ জন পরিদর্শক ১জন টিকাদানকারী ও স্বেচ্ছাসেবী থাকবে।

 

তিনি আরও বলেন শুধুমাত্র ২৫ বছর বয়সের উর্ধ্বরা রেজিষ্টেশন করে টিকা নিতে পারবেন উপজেলায় প্রতি বুথে ২০০ করে মোট ৭ হাজার ২শ জনকে টিকা দেয়া হবে, একই সাথে মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও পাবে পর্যায়ক্রমে সকল নাগরিককে এ কার্যক্রমে আওতায় আনা হবে বলে তিনি জানান।