নড়াইলে মারামারির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৪ জন আটক – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১

নড়াইলে মারামারির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৪ জন আটক

মোঃএনামুল হক (নড়াইল প্রতিনিধি)
আগস্ট ৬, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

 

নড়াইল নড়াগাতীধীন মারামারির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৪ জন আটক।

 

বৃহস্পতিবার ৫ই দুপুরে গোপনড়াইল নড়াগাতীধীন মারামারির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৪ জন আটক করেছেন নড়াগাতি থানার গোয়েন্দা পুলিশ।

 

নয়াগাতি মাউলি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীরা দেশীয় অস্ত্র সহ মহড়া দিচ্ছে,এই সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুুুলিশে এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নয়া মাউলি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেন।

তারা হলো -১। মোঃ টুলু শেখ(৪৫), পিতা মৃত মকছেদ শেখ, ২। মোঃ উজির মোল্লা (৪৫), পিতা- আঃ সাত্তার মোল্লা ৩। মোঃ শাহীন শেখ (৩৫), পিতা-আঃ রউফ শেখ, ৪। মোঃ শিহাব শেখ(২৮), পিতা- আক্তারুজ্জামান শেখ সর্ব সাং- নয়া মাউলী

 

উভয় পক্ষদ্বয়ের মধ্যে হতে দেশীয় অস্ত্র রামদা, ভেলা, শরকি, লাঠিসোটা নিয়ে মহড়া করার সময় ঘটনাস্থল হতে উক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

 

ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র সড়কি-০২আটি (অনুমান ৩০টি) রামদা-০২টি, ঢাল-০৯টি, ভেলা -০৫টি উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এ এস আই মাহফুজুর রহমান।

 

 

 

 

   
%d bloggers like this: