বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বরাতে একটি বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে-
শিক্ষা মন্ত্রণালয় আগামী ১১ ই আগস্ট বুধবার থেকে দেশের সকল কাওমি মাদরাসা খুলে দেয়ার অনুমতি প্রদান করেছে, যা সত্য নয়।
৫ আগস্ট জনাব এম এ খায়ের,তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানান,
দেশের কওমি মাদরাসা সমূহ খুলে দেয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো আলাদা সিদ্ধান্ত গ্রহণ করেনি।
শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা জনসাধারণকে জ্ঞাত করা হবে। জনসাধারণকে ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
কওমি মাদরাসার বিষয়ে আলাদা কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় এখনো পর্যন্ত গ্রহণ করেনি।