আপনার পরিবারে সালাম বিনিময় হয় তো ? – Newsroom bd24.
ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১

আপনার পরিবারে সালাম বিনিময় হয় তো ?

মোঃ ইমদাদুল হক। (ডেস্ক ঢাকা)
আগস্ট ৬, ২০২১ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

#আসসালামু_আলাইকুম।

আপনার পরিবারে সালাম বিনিময় হয় তো ?

 

অফিসের বস কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখলেই আমাদের সালাম দেয়ার হিড়িক লেগে যায়, অথচ নিজ পরিবারের সদস্যদেরকে সালাম দেই কম বা দেয়াই হয় না। ভাবছেন বেশি কাছের লোকজনকে সালাম দিতে লজ্জা লাগে!

 

নিজের ছেলে, মেয়ে, স্ত্রী, স্বামী এমনকি মা-বাবাকেও সালাম না দেয়ার অন্যতম কারণ হচ্ছে সংকোচ ও অনভ্যাস। অথচ নিজ পরিবারকে গৃহে প্রবেশের সময় সালাম দেয়ার জন্য স্বয়ং মহান আল্লাহ তায়ালা আদেশ দিয়েছেন –

 

“…অত:পর যখন তোমরা ঘরে প্রবেশ করো, তখন (ঘরে অবস্থানকারী) তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া।”
– সূরা নূর, আয়াত:৬১

 

মহান আল্লাহ’র এ আদেশ সাহাবীদের (রাঃ) দ্বারা কখনো অমান্য করতে দেখা যায়নি। এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও দোয়া প্রাপ্তি। আপনি নিশ্চয়ই আপনার পরিবারের কল্যাণ কামনা করেন। তাহলে কেন আমরা এই কল্যাণ থেকে নিজের প্রিয়জনকে বঞ্চিত করবো? এ প্রসঙ্গে হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন –

 

“যে ব্যক্তি সালাম দিয়ে নিজ ঘরে প্রবেশ করেছে, সে আল্লাহর জিম্মাদারিতে রয়েছে।”
– মিশকাত:৭২৭

 

সুতরাং আমাদের সবার উচিত অন্যদের যেমন সালাম দেই তেমনি নিজের পরিবারকে সালামের মাধ্যমে কল্যাণ ও পবিত্র দোয়ায় সামিল করা। মহান আল্লাহ তায়ালা আমাদেরকে তার প্রদত্ত নির্দেশগুলো পালন করার তৌফিক দান করুক। আমীন।

 

 

 

 

   
%d bloggers like this: