শিরোনামহীন।
আমি এক খন্ড মেঘ মুক্ত আকাশ চাই
যেখানে অসংখ্য তারার
মেলা বসেছে।
একটা পূর্ণ চাঁদ
স্নিগ্ধ ভোর
আর উজ্জ্বলমান সূর্য চাই
চাই -সু নিবিড় অরণ্য
আর
প্রশান্তিময় শুনশান নির্জনতা।
যেথায় দুচোখ বন্ধ করেও
তোমার আগমনী বার্তা খুঁজে পাবে –
আমার মস্তিষ্কের নিউরনেরা।
আন্দোলিত হবে
অভাবনীয় প্রাপ্তিযোগ এ
আমি একটা পাহাড় চাই
যা থেকে উৎসারিত হবে,
শান্তির বর্ষণ।
আমি একটা নদী চাই
যা জীবনকে দেবে গতিময়তা
ঠিক তেমনি করে,
তুমি আমায় একটু একটু করে চলতে শিখিয়েছো।
আজ আমি গতি থেকে ঢেউয়ে রূপান্তর।
ও আচ্ছা তুমি জানো কি?
আমার না একটা অতি আদুরে
প্রিয় মুখ আছে,
হরেক রঙের বেলুন সুতোয় বেঁধে দেবার মত,
আমার সব রঙ্গিন ইচ্ছেগুলোর সুতো -তার কোমল হাতে তুলে দিয়েছি।
আমার একটা স্বপ্ন ছিল
ছিল একটা কল্পনা,
আমার ভাবনায়,
আমার চেতনায়
আমার অস্তিত্বে
আমার দুরন্তে
কল্পনার সেই মুখখানি
এতটাই ভাল লেগেছিল যে
নিজের অজান্তেই
চোখ বন্ধ করলেই
সেই চির পরিচিত
আর প্রতীক্ষারত
মায়াময় পবিত্র চাহনি –
আর নিষ্পলক তাকিয়ে থাকা
নিস্পাপ অবয়ব আজও দেখি।।।