রিভলবার গুলি ও রামদাসহ শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার। – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১

রিভলবার গুলি ও রামদাসহ শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার।

লিটন পাঠান ( সিলেট প্রতিনিধি )।
আগস্ট ৫, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

 

রিভলবার গুলি ও রামদাসহ শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার।

 

 

সিলেট নগরীর আখালিয়া এলাকা থেকে বিদেশী রিভলবার, গুলি ও দেশীয় তৈরী রামদাসহ শীর্ষ সন্ত্রাসী মো: সাব্বির খাঁন উরফে সাব্বিরকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা

 

বুধবার (৪ আগষ্ট) রাতে নয়াবাজার থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতারা করা হয় গ্রেফতারকৃত সাব্বির জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার মোহাম্মদীয়া আবাসিক এলাকার মো: খলিল খানের পুত্র।

র‌্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম, পিএসসি এএসসি (অধিনায়ক র‌্যাব-৯)

 

মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজারস্থ মোহাম্মদীয়া আবাসিক এলাকার মোঃ সাব্বির খাঁনের উরফে সাব্বির এর বসত ঘরের শয়ন কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে

 

এ সময় ঘর তল্লাসী চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি চাইনিস কুড়াল, ১টি হকিস্টিক, ১টি মোবাইল ভিডিও রেকর্ডারবক্স উদ্ধার ও জব্দ করে।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯(অ)/১৯(ভ) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামীও জব্দকৃত আলামতসহ এসএমপি জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।

 

 

নিউজরুম বিডি২৪। 

 

 

 

   
%d bloggers like this: