মাধবপুরে মাদক মামলা থেকে রক্ষা পেতে বিজিবিকে দোষারোপ করে সংবাদ সম্মেলন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউরি গ্রামের তিন ব্যক্তির কাছ থেকে মাদক পাওয়ায় হরষপুর বর্ডার গার্ড বিজিবি ৩১ জুলাই রাতে তাদের আটক করে।
ঘটনার ৫ দিন পর (৪-আগষ্ট) উপজেলার হরষ পুর বাজারে আসামীর পরিবার এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন শিয়ালউরি গ্রামের পল্লী চিকিৎসক আজিজুর রহমান, কৃষক ফারুক মিয়া ও পোশাক শ্রমিক এমরান নামে তিন নির্দোষ ব্যক্তিকে ধরে নিয়ে যায় বিজিবি।
হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান বিজিবির হরষপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার জানান।
বিজিবি সব সময়ই প্রকৃত মাদকের সাথে সম্পৃক্তদের আটক করে কোন নির্দোষ ব্যাক্তি কে হয়রানি করার কোন সুযোগ নেই। আটককৃতদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বার জানান তারা অনেক দিন পূর্ব থেকেই মাদকের সাথে সম্পৃক্ত ৩১ জুলাই রাতে প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিজিবি গ্রেফতার করেছে বিজিবি।
মামলার তদন্ত কর্মকর্তা মনতলা পুলিশ ফাঁড়ির এসআই রতন লাল দেব বলেন, গ্রেফতারকৃত ৩ আসামী মাদকের সাথে সম্পৃক্ততা আছে প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে গ্রেফতারকৃত তিন আসামী বর্তমানে তারা হবিগঞ্জ জেলা কারাগারে আছেন।