এ্যাড.আব্দুর রহমান পি পি বার কাউন্সিলের সদস্য নির্বাচিত। – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ৫ আগস্ট ২০২১

এ্যাড.আব্দুর রহমান পি পি বার কাউন্সিলের সদস্য নির্বাচিত।

সাধন কুমার দাস ( সিরাজগঞ্জ প্রতিনিধি)
আগস্ট ৫, ২০২১ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

 

 

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হলেন সিরাজগঞ্জের এ্যাড.আব্দুর রহমান পি পি

গত ৩রা আগষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগ,শাখা-৪ এর এক প্রজ্ঞাপনের ক্ষমতাবলে সরকার ১৫ সদস্যগনের সমম্বয় এ্যডহক বার কাউন্সিল কমিটি গঠন ও ঘােষনা করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শেখ গােলাম মাহবুব স্বাক্ষরিত এডহক বার কাউন্সিল ১লা জুলাই হতে এই কমিটির দায়িত্বভার গ্রহন করে।

 

 

বাংলাদেশ বার কাউন্সিলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য হিসেবে মনােনীত হন সিরাজগঞ্জের কৃতি সন্তান সিরাজগঞ্জ আদালতের পাবলিক পসিকিউটর, জেলা আইনজীবি সমিতির বারবার নির্বাচিত সাধারন সম্পাদক ও সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রবীর আইনজীবি ও রাজনীতিবিদ বীরমুক্তিযাদ্ধা আলহাজ এ্যাডভােকেট আব্দুর রহমান।

 

সিরাজগঞ্জ জেলায় এই প্রথম আলহাজ এ্যাডেভাকেট আব্দুর রহমান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হলেন।

 

বার কাউন্সিল সদস্য হওয়ায় জেলা আইনজীবি সমিতির সভাপতি/ সাধারন সম্পাদক ও সকল সদস্যগন সহ জেলা আওয়ামীলীগ, জেলার সাংবাদিক সমাজ, মানবাধীকার সদস্যরা সরকারকে অভিনদন জানান।

 

 

   
%d bloggers like this: