দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যু। – Newsroom bd24.
ঢাকাবুধবার , ৪ আগস্ট ২০২১

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যু।

তাসকিয়া তাবাস্সুম।
আগস্ট ৪, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

 

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যু।

 

এ নিয়ে টানা কয়দিন যাবত দু’শতাধিক এর বেশি মৃত্যু দেখছে দেশ। বেড়েছে আক্রান্ত শনাক্তের সংখ্যা।

মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জন।মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ২৪১ জনের মধ্যে পুরুষ ১২৫ জন ও ১১৬ জন নারী। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৮ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল ও সিলেট বিভাগে পাঁচজন করে, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে সাতজন।

 

মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৭ জন এবং বাড়িতে ১৮ জন মারা গেছেন। এছাড়া একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

 

বুধবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি।  যার মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি।

 

২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ১২ ।