ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির বাসায় র্যাবের অভিযান।
চিত্র নায়িকা পরিমনির বাসায় র্যাবের অভিযান।এসময় ফেসবুকে লাইভ করে পরীমনি জানান কে বা কারা তার দরজায় ধাক্কাধাক্কি করছে।লাইভে পরীমনি বলেছিলেন, ‘কাকে ফোন দিব বুঝতেছি না। থানা থেকে কেউ ফোন ধরছে না।
‘আমি লাইভ কাটব না। যদি আমার হাত থেকে কেউ ফোন নিয়ে নেয়, বুঝবেন আমার কিছু একটা হয়েছে।’
র্যাবের অধিদপ্তরে যোগাযোগ করলে জানানো হয়, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে পরিমনির বাসায় অভিযান চালানো হচ্ছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
পরিমনির বাসায় র্যাবের তল্লাশি অভিযান এখনও চলছে। অভিযানে কিছু পাওয়া গিয়েছে কিনা এখনও সে তথ্য জানা যায়নি।
পরিমনির বাসায় অভিযান চলাকালীন সময়ে লাইভে আসেন তিনি। লাইভে শোনা যাচ্ছিল, দরজায় দাঁড়িয়ে থাকা কেউ একজন বলছিলেন, ‘ঘরে আসতে দেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক।’
এক পর্যায়ে দরজা খুলে দেন পরীমনি। বন্ধ হয়ে যায় লাইভ।
উল্লখ্য সম্প্রতি বোট ক্লাবে ব্যবসায়ী নাছিরের বিরুদ্ধে ধর্ষণ মামলার ঘটনায় আলোচনায় আসেন এই নায়িকা।