সিরাজগঞ্জে ১ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ। – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ৩ আগস্ট ২০২১

সিরাজগঞ্জে ১ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ।

সাধন কুমার দাস (সিরাজগঞ্জ প্রতিনিধি)
আগস্ট ৩, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

 

সিরাজগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী উপলক্ষে ১হাজার মানুষের মাঝে মানবিক ত্রাণ বিতরণ করা হয়।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রিয় মালিকানাধীন নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড সিএসআর কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক মানবিক ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জে শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে জেলার ১ হাজার তাঁতী জনগোষ্ঠি,হিজরা সম্প্রদায়,পুরোহিত,দুঃস্থ সাংবাদিক সমাজ,বিদ্যুৎ কেন্দ্র পাশ্বর্বতী এলাকার করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ১ বস্তা করে মানবিক ত্রাণ বিতরণ করা হয়।

 

 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ,নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর পরিচালক মোঃ আবু নাসের অতিথি হিসেবে অসহায় দুঃস্থদের হাতে ত্রাণ তুলে দেন।বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, সাবান।

 

 

উল্লেখ্য এই বিদ্যুৎ কোম্পানী করোনা সংক্রমন শুরু হওয়ার পর থেকে হাজার হাজার অসহায় দুঃস্থ মানুষকে ত্রাণ সহ নানা সামগ্রী দিয়ে মানবিক সহায়তা করে যাচ্ছে।

 

 

  • নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: