রোটারি ক্লাবের মাসব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন। – Newsroom bd24.
ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১

রোটারি ক্লাবের মাসব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন।

লিটন পাঠান ( সিলেট প্রতিনিধি )।
আগস্ট ২, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

 

 

রোটারি ক্লাবের মাসব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন।

 

হবিগঞ্জে ক্রমেই দিন দিন বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ গত এক সপ্তাহে ৬৩০ জনের করোনা শনাক্ত হয়েছে এ অবস্থায় করোনা সংক্রমণ রোধে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ।

সোমবার (২-আগস্ট) বিকালে শহরের শায়েস্তানগর বাজার পয়েন্টে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

 

এ সময় তিনি বলেন- মহামারি থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যবিধি পালনে সকলকে উদ্বুদ্ধ করতে হবে অনেকেই একই সার্জিকেল মাস্ক বেশ কয়েকদিন ধরে ব্যবহার করেন।

এতে করোনাসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ে এক্ষেত্রে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক ব্যবহার অনেকটা নিরাপদ। স্বাস্থ্যবিধি মেনে ধুয়ে এটি বার বার ব্যবহার করা যায়।

 

করোনা সংক্রমণ রোধে প্রশাসনের পাশাপাশি সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ক্লাব প্রেসিডেন্ট প্রদীপ দাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, লেফটেন্যান্ট গভর্নর তবারক আলী লস্কর, ডেপুটি গভর্নর শফিকুল ইসলাম সেলিম এসিস্ট্যান্ট গভর্নর মিজানুর রহমান শামীম।পাস্ট প্রেসিডেন্ট মোদারিছ আলী টেনু আইপিপি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, প্রেসিডেন্ট ইলেক্ট এ এস এম মহসিন চৌধুরী, শংখ শুভ্র রায়, আব্দুল আউয়াল তালুকদার, শেখ জামাল মিয়া রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জ প্রেসিডেন্ট কাকলি দত্ত টুম্পা, সামায়ুন আনছারী আবুল বাশার তুষার ইন্টারেক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট ইমাদ রশিদ প্রমুখ।

 

নিউজরুম বিডি২৪ 

 

 

   
%d bloggers like this: