নড়াইলে পুলিশ কনস্টেবলদের এর বিদায়ী সম্বর্ধনা। – Newsroom bd24.
ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১

নড়াইলে পুলিশ কনস্টেবলদের এর বিদায়ী সম্বর্ধনা।

মোঃএনামুল হক (নড়াইল প্রতিনিধি)
আগস্ট ২, ২০২১ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

 

নড়াইল পুলিশ সুপার পিআরএলে(অবসর) ৮ কনস্টেবলদের কে সুসজ্জিত সরকারি গাড়িতে নিজ বাড়িতে পৌঁছে দিলো।

 

 

০১/০৮/২০২১ খ্রিঃ দুপুর ০২:৪৫ ঘটিকায় পুলিশ সুপারের মহোদয়ের কার্যালয় হতে পিআরএলে ( অবসর ) যাওয়া ০৮ কনস্টেবলদেরকে ( কনঃ/১৬৮ জনাব মোঃ তায়ফুর রহমান, কনঃ/ ২৭৬ মোঃ জাহিদুর রহমান,কনঃ/১৬৫ মোহাম্মদ টুকু মিয়া,কনঃ/ ১১৬ মোহাম্মদ কামরুল ইসলাম , কনঃ/১১৮ মোঃ শাহিনুর রহমান,কনঃ/ ১৩২ মোঃ আবুল কাশেম মিয়া, কনঃ/২৫৯ মোহাম্মদ হান্নান উদ্দিন মোল্লা ,কনঃ/ ২৩১ সৈয়দ মুক্তার আলী)।

 

সম্মানিত পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত সরকারি গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া ব্যবস্থা করলেন।

 

বিদায়ী কনস্টেবলদের মধ্য হতে মোঃ আবুল কাশেম বলেন নিজ কর্মস্থল হতে এমন সম্মানজনক বিদায় পেয়ে আমরা ও আমাদের পরিবারের সদস্যগণ অত্যন্ত আনন্দিত ।

 

তিনি এমন আয়োজনের জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ( প্রবিঃ) জনাব সোহানুর রহমান সোহাগ।

 

নিউজরুম  বিডি২৪। 

 

   
%d bloggers like this: