দেশে আগামী সপ্তাহে টিকা পাবে ১ লাখ মানুষ। – Newsroom bd24.
ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১

দেশে আগামী সপ্তাহে টিকা পাবে ১ লাখ মানুষ।

মামুন অর রশিদ (ডেস্ক ঢাকা)
আগস্ট ২, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

 

দেশে আগামী সপ্তাহে টিকা পাবে ১ লাখ মানুষ।

 

 

করোনা টিকা কার্যক্রম এ দেশজুড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়সহ বিশেষ কর্মসূচির মাধ্যমে ৭ থেকে ১৪ আগস্ট (এক সপ্তাহে) কমপক্ষে এক কোটি ডোজ টিকা দেওয়া হবে।

বেশি মানুষকে টিকার সুবিধা দিতে নিবন্ধন না করেও শুধু এনআইডি নিয়ে গিয়েও টিকা নেওয়া যাবে। যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারাও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।

এ কর্মসূচিতে বয়স্করা অগ্রাধিকার পাবেন।

তবে এ ক্ষেত্রে, সংশ্লিষ্ট এলাকার মেয়র, উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে। ওই এলাকার জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

এখন থেকে ১৮ বছর বয়স হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে।

রোববার রাজধানীর বিসিপিএস অডিটরিয়ামে ২০২০-২১ সালের প্রথম বর্ষ এমবিবিএস ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।

এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ না পাওয়া ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জনের জন্য সোমবার থেকে আবার শুরু হচ্ছে টিকা কার্যক্রম।

তবে আজ ঢাকায় কার্যক্রম শুরু হবে । পরবর্তীতে আগামী ৭ আগস্ট থেকে সারা দেশে এই টিকা দেওয়া শুরু হবে।

 

 

নিউজরুম বিডি২৪। 

 

 

   
%d bloggers like this: