দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৩১ জন। – Newsroom bd24.
ঢাকারবিবার , ১ আগস্ট ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৩১ জন।

তাসকিয়া তাবাস্সুম। (ডেস্ক ঢাকা)।
আগস্ট ১, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

 

 

দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৩১ জনের মৃত্যু হয়েছে।

 

যা গতকালের তুলনায় কিছুটা বেশি।মৃতদের মধ্যে ১৩৯ জন পুরুষ এবং ৯২ জন নারী।

 

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ৯১৬। মৃত্যুর হার ১.৬৫ শতাংশ।

 

ঢাকা বিভাগে করোনা আাক্রান্ত হয়ে মারা গেছে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৯ হাজার ৫২৯ টি।এর মধ্যে আরো ১৪ হাজার ৮৪৪ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

 

এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

 

মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।শনাক্ত বিবেচনায় সুস্হতার হার ৮৬.৪৬ শতাংশ।

 

নিউজরুম বিডি২৪।