- থাইল্যান্ডে আটকে পড়া ৬৮ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া ৬৮ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন।
রোববার ১লা আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটটিতে আটকে পড়া ৬৮ জন বাংলাদেশী নাগরিকের সঙ্গে ভারতীয় এবং থাইল্যান্ডের নাগরিকও ঢাকায় ফিরেছেন।
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা করায় থাই সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিগত এক বছরে ১৬ দফায় থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়।
এছাড়াও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন আটকে পড়া বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়।
- নিউজরুম বিডি২৪