শিল্প-কলকারখানা খোলার ঘোষণায় ফেরিঘাটে উপচে পড়া ভিড়। – Newsroom bd24.
ঢাকাশনিবার , ৩১ জুলাই ২০২১

শিল্প-কলকারখানা খোলার ঘোষণায় ফেরিঘাটে উপচে পড়া ভিড়।

মামুন অর রশিদ (ডেস্ক ঢাকা)
জুলাই ৩১, ২০২১ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

শিল্প-কলকারখানা খোলার ঘোষণায় ফেরিঘাটে উপচে পড়া ভিড়।

 

কঠোর লকডাউনে ঈদের পর থেকেই বন্ধ পোশাক শিল্প কারখানা গুলো। গতকাল শুক্রবার ৩০শে জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষণা আসে ১লা আগস্ট সকাল হতে সকল শিল্পকারখানাগুলো খুলে দেয়া হবে।

এ ঘোষণার পর আজ সকাল থেকে ফেরিঘাটে দেখা যাচ্ছে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। এদের অধিকাংশই পোশাক শিল্প কারখানার শ্রমিকরা।

লকডাউন এর কারণে তারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ ঘোষণা আশায় দ্রুত কর্মস্থলে পৌঁছানোর জন্য তাদের এই যাত্রা।

 

ঢাকা-আরিচা মহাসড়ক ভুরঘাটা বাজার।

 

নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রীদের অনেকেই জানান, হুট করে শুক্রবার জানানো হলো ছুটি শেষ। রোববার থেকে কারখানা খোলা হাতে সময় একদম নেই।তাই ভোগান্তি মাথায় নিয়ে ফিরতে হচ্ছে রাজধানীতে, পথে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

বিআইডব্লিউটিসি দৌলোতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, ১৬টি ফেরি ঘাটে প্রস্তুত আছে, দুই ঘাটে এখন চলছে আটটি ফেরি।

যাএীদের প্রয়োজন অনুসারে ফেরি ছাড়া হচ্ছে, চাপ যদি বেড়ে যায় ফেরি সংখ্যা বাড়ানো হবে।

বাংলাবাজার- শিমুলিয়া নৌপথে আজ সকালে ১০টি ফেরিতে মাদারীপুরের বাংলা বাজার থেকে যাত্রী, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল এসে নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।

ঘাট থেকে নামার পথ এবং ঘাট এলাকায় পুলিশের চেকপোস্ট এবং ভ্রাম্যমাণ আদালত থাকলেও যাত্রীদের চাপ কমে নি।

গনপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে নেমে ছোট ছোট জানে করে ভেঙ্গে ভেঙ্গে ঢাকার দিকে রওনা হচ্ছেন এসব যাত্রীরা।

 

ফেরিঘাটে এখন গাড়ির চাপ কম অধিকাংশই ফেরিতে যাত্রীতে ভরা। এদের অধিকাংশই পোশাক শিল্প কারখানার শ্রমিকরা।

কারখানা খোলার ঘোষণায় সকলেই নিজ কর্মস্থলে পৌঁছায় উদ্দেশ্যে রওনা করেছেন।

 

@নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: