সিরাজগঞ্জে নতুন আক্রান্ত ১৭০ জন, টিকা নিতে হাসপাতালে মানুষের ভীড়।
সিরাজগঞ্জে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবুও কঠোর লকডাউনেও মানুষ নানা অজুহাতেই বাড়ির বাইরে বের হচ্ছেন।
জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে স্বাস্থ্য বিধি মানাতে মাঠ পর্যায়ে কাজ করছেন। স্বাস্থ্য বিধি না মেনে বাইরে বের হলেই করা হচ্ছে অর্থদন্ড।
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে ৫৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৭০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১.১৩%। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬৪ জন।
করোনা সংক্রমনের প্রথম থেকেই জেলায় ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। প্রথম দিকে ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ কম থাকলেও করোনা সংক্রমন বৃদ্ধি ও মৃত্যুর খবরে এখন ভ্যাকসিন নিতে হাসপাতালগুলোতে প্রতিদিনই মানুষের ভীড় বাড়ছে।
সিরাজগঞ্জ সদরের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলতুননেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন কার্যক্রম চলছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ সাহা জানান, জেলায় এ পর্যন্ত করোনার ১ম ডোজ ভ্যাকসিন নিয়েছে ১লাখ ১১হাজার ১৯০ জন। ২য় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৪৭ হাজার ২৬১ জন।
ভ্যাকসিন কার্যক্রম দ্রুত ছড়িয়ে দিতে আগামী ৭ আগষ্ট থেকে জেলায় গ্রাম পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।
নিউজরুম বিডি২৪