নড়াইল জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ২০ জন মৃত্যু ১ জন।
নড়াইল জেলায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২০ জন । ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়।
আক্রান্তদের মধ্যে নড়াইল জেলা সদরে ৫ জন।লোহাগড়া উপজেলায় ৩ জন।কালিয়া উপজেলায় ১২ জন।জেলায় উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি।
গত কয়েকদিনের তুলনায় আজকের প্রাপ্ত ফলাফলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হতে দেখা গেছে।
চলমান দেশব্যাপী কঠোর লকডাউন বাতবায়নে নড়াইল জেলাতে ও সার্বক্ষনিক মাঠে প্রশাসন উপস্থিত রয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে জনসচেতনতা তৈরী তে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
নিউজরুম বিডি২৪।