হেলেনা জাহাঙ্গীর এর বাসায় র‍্যাবের অভিযান। – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১

হেলেনা জাহাঙ্গীর এর বাসায় র‍্যাবের অভিযান।

নিউজরুম বিডি২৪
জুলাই ২৯, ২০২১ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

 

 

আলোচিত-সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাবের একটি দল।

 

র‍্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল খায়রুল ইসলাম বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় আমাদের একটি টিম কাজ করছে। অভিযান শেষ হওয়ার আগে কিছু বলা যাবে না।

 

হেলেনা জাহাঙ্গীর গুলশান ২ নম্বরের ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর ভবনের ৫ বি ফ্ল্যাটে থাকেন । নাম প্রকাশে অনিচ্ছুক ভবনটির একজন দারোয়ান জানান, রাত ৮টার কিছু পরে র‌্যাবের ১০ থেকে ১২ জন সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় প্রবেশ করেছেন। বাসায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।

 

সম্প্রতি  আওয়ামী লীগের নামের সঙ্গে মিল রেখে নাম সর্বস্ব সংগঠন ‘চাকুরিজীবী লীগ’  নেতা বানানোর ঘোষণা দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন।

এটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে নাম আসে হেলেনা জাহাঙ্গীরের। আর সাধারণ সম্পাদক করা হয় মাহবুব মনিরকে। তাদের নাম-সংবলিত পোস্টার ফেসবুকে ভাইরাল হয়।

 

পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

এ নিয়ে গত শুক্রবার বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় ।

 

প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে চাকরিজীবী লীগ গঠনের উদ্দেশ্য তুলে ধরেন হেলেনা জাহাঙ্গীর।

তিনি লিখেছেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আর সরকারের হাতকে শক্তিশালী করার প্রত্যাশায় বাংলাদেশের আওয়ামী চাকরিজীবী লীগ।

 

পরে অবশ্য সংগঠনটির সাথে নিজের সম্পর্কের কথা অস্বীকার করেন হেলেনা। বলেছেন, তিনি ওই পদ এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি।

 

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: