রাতেই ঢাকায় পৌছাবে সিনোফার্মের ৩০ লাখ টিকা – Newsroom bd24.
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১

রাতেই ঢাকায় পৌছাবে সিনোফার্মের ৩০ লাখ টিকা

তাসকিয়া তাবাস্সুম। (ডেস্ক ঢাকা)।
জুলাই ২৯, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

 

রাতেই চীনের ৩০ লাখ টিকা পৌঁছবে ঢাকায়।

 

আজ বৃহস্পতিবার রাতে চীনের তৈরি সিনোর্ফামের ৩০ লাখ টিকা দেশে পৌঁছবে।পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দুইটি ফ্লাইটে বেইজিং থেকে ৩০ লাখ ডোজ টিকা দেশে আসছে।রাত সাড়ে ১০টায় প্রথম ফ্লাইটটি ১৫ লাখ টিকা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।

দ্বিতীয় ফ্লাইটটি রাত সোয়া ৪টায় ঢাকায় পৌছানোর কথা আছে।এই ফ্লাইটে আসবে আরও ১৫ লাখ টিকা ।

চীন গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় আরো ৬ লাখ ডোজ টিকা উপহার পাঠানো হয় বাংলাদেশে।সর্বমোট ১১লাখ টিকা উপহার এসেছে।

এছাড়াও প্রথম দফায় গত ১লা জুলাই চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় কৃত ২০ লাখ টিকা পৌঁছায় দেশে। দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা আসে দেশে।

বেইজিং থেকে ছাড়া দুইটি ফ্লাইটে আজ আরও আসছে ৩০ লাখ সিনোফার্মের টিকা।

 

নিউজরুম বিডি২৪

 

   
%d bloggers like this: