আসাম ও মিজোরাম দুই রাজ্যের সংঘর্ষ, ৬ পুলিশ সদস্য নিহত।   – Newsroom bd24.
ঢাকামঙ্গলবার , ২৭ জুলাই ২০২১

আসাম ও মিজোরাম দুই রাজ্যের সংঘর্ষ, ৬ পুলিশ সদস্য নিহত।  

তাসকিয়া তাবাস্সুম। (ডেস্ক ঢাকা)।
জুলাই ২৭, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

 

আসাম ও মিজোরাম দুই রাজ্যের সংঘর্ষে আসামের ৬ পুলিশ সদস্য নিহত।

 

সীমান্ত বিরোধের জেরে ভারতের উত্তর-পূর্ব দুই প্রদেশ আসাম ও মিজোরামের সংঘর্ষে আহত অন্তত ৬০ জন এবং আসামের ৬ পুলিশ সদস্য নিহত।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোমবার সন্ধ্যায় এই তথ্য জানান।লায়লাপুর সীমানার কাছে মিজোরামের দিক থেকে সীমানা পেরিয়ে আসামের দিকে আসছিলেন আসাম সরকারি আধিকারিকরা।

 

স্থানীয় জনতা তাদের দিকে হঠাৎ ইটপাটকেল ছুড়তে শুরু করে। সাথে সাথে জরুরী ভিত্তিতে সীমানায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে আসাম সরকার।

 

এসময় দুই রাজ্যের সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হন।নিহত হন আসামের ৬ পুলিশ সদস্য।

দুই রাজ্যের মুখ্যমন্ত্রী টুইট বার্তায় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করেন।

 

টুইট বার্তায় মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা লেখেন, অমিত শাহজি, দয়া করে বিষয়টি দেখবেন। এসব এখনই বন্ধ করা দরকার।

অপরদিকে এভাবে সরকার চালাবেন কী করে প্রশ্ন তুলে অমিত শাহ-কে ট্যাগ করে টুইট করেন হিমন্ত বিশ্বশর্মা। তারা দু’জনেই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন।

গত জুন মাসেও সীমানা নিয়ে বিরোধে জড়ায় দুই রাজ্য। সে সময়ও পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল।

এরই মাঝে জুলাই মাসে দুই রাজ্যে ফের বিরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিউজরুম বিডি২৪