এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিরুনি অভিযান শুরু।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মশক নিধনে চিরুনি অভিযান শুরু হয়েছে আজ ২৭ জুলাই মঙ্গলবার থেকে।
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
শুক্রবার ছাড়া ১০ দিনব্যাপী এ অভিযান পরিচালিত হবে।ডিএনসিসি র আওতাধীন ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে এই অভিযান।
সেলিম রেজা বলেন, করোনা মহামারির এ সময়ে ডেঙ্গুর বিস্তার হোক এটা আমরা চাই না। এর জন্য সবাইকে সচেতন হতে হবে।
জনগণকে সচেতন করতেই আমাদের এ ধরনের কার্যক্রম চলমান আছে। আমাদের ৫৪টি ওয়ার্ডে এক যোগে ৭ জুলাই পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, আমরা একটু সচেতন হই, তিন দিনে এক দিন জমা পানি ফেলে দেই তাহলে ৮০ শতাংশ মশা নিয়ন্ত্রণ সম্ভব।
সাধারণ নাগরিকদের সচেতন করতে আমরা কাজ করে যাচ্ছি। গত ১৯ তারিখে আমাদের একটি অভিযান শেষ হয়েছে। নতুন করে আবার একটি অভিযান শুরু করেছি।
বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রকৌশল বিভাগসহ প্রায় ৫ হাজার কর্মী এবারের অভিযানে অংশ নিচ্ছে।
অভিযান উদ্বোধনকালে অত্র ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জল হোসেনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনা মহামারীর পাশাপাশি বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
এ বছর সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে ঢাকা মহানগরীতে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
ডেঙ্গু মশা নিধনে দুই সিটি করপোরেশন থেকেই মশক নিধন কর্মসূচি চালু হয়েছে।
নিউজরুম বিডি২৪।