সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বাড়ল ৩৩ বর্গ কিলোমিটার। – Newsroom bd24.
ঢাকাসোমবার , ২৬ জুলাই ২০২১

সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বাড়ল ৩৩ বর্গ কিলোমিটার।

লিটন পাঠান ( সিলেট প্রতিনিধি )
জুলাই ২৬, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেট সিটি কর্পোরেশন দেড়শ বছরে আয়তন বাড়ল ৩৩ বর্গ কিলোমিটার।

 

সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বাড়লো ৩৩ বর্গকিলোমিটার।প্রায় দেড়শ বছরের মধ্যে প্রথমবারের মতো এ সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানো হলো।

আজ সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) এক সভায় এই প্রস্তাব অনুমোদন হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

আজ সোমবার নিকার সভায় সিলেট সিটির আয়তন আরো ৩৩ বর্গ কিলোমিটার বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি সিলেটবাসীর জন্য অত্যন্ত খুশীর খবর। সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধির ফলে সেবা ও চাকরির সুযোগ বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের আয়তন ৩৩ বর্গকিলোমিটার  বেড়ে দাঁড়িয়েছে ৫৯.৫ বর্গকিলোমিটার।

প্রায় দেড়শ বছরের মধ্যে প্রথমবারের মতো এ সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানো হলো।

১৮৭৮ সালে সিলেট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরে এ শহরকে কর্পোরেশনে রূপান্তরিত করা হয়। প্রাথমিকভাবে এ সিটি কর্পোরেশনকে ১৭৯ বর্গ কিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

এতদিন বাংলাদেশের ক্ষুদ্রতম আয়তনের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সিলেট অন্যতম ছিল তবে এবার সে অবস্থান  আর থাকছে না।

 

নিউজরুম বিডি২৪। 

 

   
%d bloggers like this: