বানিয়াচংয়ে ডাকাতি সহ বিভিন্ন মামলার ১৪ আসামী গ্রেফতার।
হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ডাকাতি মামলায় পলাতক আসামীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুলাই) ভোর রাতে উপজেলার বড় বাজার, নতুন বাজার ও শরিফ উদ্দিন রোড’সহ বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী গ্রেফতার করা হয়।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে’র নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাচ্চু মিয়া (৩৮) পলাতক আসামী ফজলু মিয়া (৩৫) ও ডাকাতি মামলার আসামী জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও বিভিন্ন মামলায় আরো ১১ জন আসামী গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
অভিযান পরিচালনায় আরও ছিলেন-এস আই মোহাম্মদ মহিন উদ্দিন এ এস আই মো. তোহা এবং এ এস আই রিমল ঘোষ।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন , বানিয়াচংয়ের মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত কাজ করে যাচ্ছে থানা পুলিশ।
থানা এলাকায় চুরি ডাকাতি ছিনতাই দাঙ্গা মারামারি রোধকল্পে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজরুম বিডি২৪।